৭ নভেম্বর ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

প্রকাশ :
সংশোধিত :

সিপাহী–জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের মহাসচিবের নেতৃত্বে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল এমন একটি দিন, যেদিন জনগণ আধিপত্যবাদের চক্রান্তকে নস্যাৎ করে দেয়। সিপাহী–জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসেন—যা দেশের রাজনীতি, সমাজ ও অর্থনীতিতে আমূল পরিবর্তনের সূচনা ঘটায়।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের অধিকার নিশ্চিত করেন। মাত্র চার বছরে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেন।”
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্র ধ্বংসের নানা চক্রান্ত চলছে। তাই ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে।”
জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান মির্জা ফখরুল।


For all latest news, follow The Financial Express Google News channel.